ইসলামে শবে বরাতের ফজিলত ও আমল –

ইসলামে শবে বরাতের ফজিলত ও আমল –

 

পবিত্র শবে বরাত ইসলামে শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতে। এ বিষয়ে হজরত আলী (রা.) হতে বর্নিত রয়েছে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন পবিত্র শবে বরাতের রাত আসে তখন রাত জেগে তোমরা আমার আল্লাহর ইবাদত কর….রাসূলুল্লাহ (সা.) আরও বলেছেন এ রাতে মহান আল্লাহ পৃথিবীর আকাশে অবতরণ করেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এবং বলতে থাকেন,
“আমার কোনো পাপী বান্দা কি ক্ষমা প্রার্থী আছে ?’ ‘আমি তার পাপকে ক্ষমা করে দেবো।’ ‘আমার কোনো বান্দা কি রিজিক প্রার্থী আছে ?’ ‘আমি সেই বান্দাকে আমার অঢেল খাদ্য ভান্ডার থেকে রিজিক দান করব।’ ‘আমার কোনো বান্দা কি বিপদগ্রস্থ আছে ?’ ‘তাহলে আমি তাকে বিপদমুক্ত করব।’ ‘আর এই ডাক সুবহে সাদেক পর্যন্ত চলমান থাকে এবং আরও বলেছেন তোমরা পরবর্তী দিনটি রোজা রাখ রাখার মাধ্যমে পালন করো।
এই রাতে আল্লাহর প্রার্থনাকারী ও তওবাকারী বান্দাকে মহান আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহর অভাবী বান্দাকে রিজিক দেবেন, এবং বিপদগ্রস্থকে সকল প্রকার বিপদ মুক্ত করবেন।

কোন একটা শাবান মাসের অর্ধ রাতে নবী করীম (সা.)- কে বিছানায় পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে অনেক খোজার পর দেখা গেল তিনি মদিনার বাকীউল গারকাদ অথবা জান্নাতুল বাকীতে কবর জিয়ারত করছেন —- হজরত আয়েশা (রা.) এর ভার্ষমতে । (মুসলিম)।

0 thoughts on “ইসলামে শবে বরাতের ফজিলত ও আমল –”

  1. Pingback: সহবাস করা যাবে কি রমজান মাসে ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top