আগামী ২৪ মার্চ রমজান শুরুর সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. আনিছুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ১৪৪৪ হিজরির ১৩ ফেব্রুয়ারি রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করে ইসলামিক ফাউন্ডেশন।
চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ঢাকায় সেহরির শেষ সময় ২৪ মার্চ, পহেলা রমজান, ভোর ৪টা ৩৯ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময় থেকে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে দেশের বিভিন্ন এলাকার মানুষ সেহরি ও ইফতার করবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
উল্লেখ্য, চাঁদ দেখার উপর নির্ভর করে ২৩ বা ২৪ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। তবে ইসলামিক ফাউন্ডেশন এরই মধ্যে ২৪ মার্চ রমজান মাসের শুরুর তারিখে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।
©2020 SomoyerKhbor All rights reserved ®
[…] ভিডিও টিকটকে: মূলহোতা গ্রেফতার সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ ফরিদপুর পৃথক অভিযানে ইয়াবাসহ তিন […]