স্ত্রী’র নির্যাতনে স্বামীর আ’ত্ম’হ’ত্যা

বান্দরবানের লামায় স্ত্রী’র নি’র্যা’ত’ন সহ্য করতে না পেরে ক্যওচিং মারমা (৪৮) নামে এক যুবক বি’ষপা’নে আ’ত্মহ’ত্যা করেছেন। শুক্রবার গভীর রাতে লামা উপজেলার সদর ইউনিয়নের বনপুর ছোট মারমা পাড়ায় এ ঘটনা ঘটে।

বনপুর ছোট মারমা পাড়ার ক্যওজাইংহ্লা মার্মার ছেলে নিহত ক্যওচিং উপজেলার সদর ইউনিয়নের।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে ক্যওচিং মারমা বিষপান করলে দ্রুত তাকে সিএনজিতে করে পাশের চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানায়, ক্যওচিং মার্মা পারিবারিক অশান্তি থেকে বিষপান করেছেন। তার স্ত্রী তাকে খুব নির্যাতন করতো। আগেও ২-৩ বার বিষপান করে ক্যওচিং আ’ত্মহ’ত্যা করতে চেয়েছিল। তাই ধারণা করা হচ্ছে স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আ’ত্মহ’ত্যা করেছেন ক্যওচিং।

তবে স্থানীয় ওয়ার্ড মেম্বার আপ্রুসিং মার্মা বলেন, ক্যওচিং মার্মার প্রচন্ড পেট ব্যথা ছিল। পেট ব্যথা সহ্য করতে না পেরে বিষপান করেছেন। নিহতের পরিবারের কারোর অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়া লাশের শেষকার্য্য সম্পাদন করতে চায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, বিষপানে ক্যওচিং মারমা নামে একজন আ’ত্মহ’ত্যা করেছে। লা’শ উদ্ধার করে লামা থানায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *