আম চুরির দায়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

আম চুরির দায়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চুরির অভিযোগে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ।

মঙ্গলবার রাতে কসবা ইউপির খান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শুকুদ্দি (৫৩) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গুনিরমোড় গ্রামের ফয়জুদ্দিনের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার পোল্লাডাঙ্গা গ্রামের মোহতাজ উলমুলকের ছেলে আসাদুজ্জামান শামীমাম (৩৯), একই উপজেলার চককির্তি গ্রামের আলাউদ্দিনের ছেলে হাসান আলী (৩০)।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, বুধবার সকালে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে।

তিনি বলেন, এ ঘটনায় শামীম ও হাসান নামে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নাচোল থানায় একটি হত্যা মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *