মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত অবস্থায় নিজ রাইফেল দিয়ে গলায় গুলি করে সাইফুল ইসলাম (২৭) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বুধবার (২১ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কবরহাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানায়, সাইফুল ইসলাম মুজিবনগরের রতনপুর পুলিশ ফাঁড়িতে ডিউটিতে ছিলেন। ডিউটিরত অবস্থায় তার কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে নিজের গলায় গুলি করে তিনি আত্মহত্যা করেন। গুলির শব্দে ফাঁড়িতে কর্মরত অন্য সদস্যরা এসে তার মরদেহ দেখতে পান। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, কনস্টেবল সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরেই মেহেরপুর জেলায় কর্মরত ছিলেন। তার স্ত্রীও পুলিশ সদস্য হিসেবে মেহেরপুরে কর্মরত আছেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তাারিত জানা যাবে।
রাফিউল আলম (মেহেরপুরের পুলিশ সুপার) বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আত্মহত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।