বন্ধু টাকা ধার না দেয়ায় বন্ধুকে গু’লি, কুমিল্লা সদরের দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন নুরজাহান এলাকায় টাকা ধার না দেওয়ায় এক যুবককে গু’লি করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত ১০টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গু’লিবিদ্ধ ব্যক্তি বরুড়া উপজেলার অলীতলা গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল আলিম (৩০)। অভিযুক্ত রুবেল ওই এলাকার বাসিন্দা। তবে জানা যায় তারা দুজনে বন্ধু।
পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে আলিম নামের ব্যক্তি প্রবাস থেকে এসেছেন। অভিযুক্ত বন্ধু রুবেল তার কাছে টাকা ধার চান। সেই টাকা দিতে আলিম অস্বীকৃতি জানালে রুবেল তাকে গু’লি করে পালিয়ে যায়। এ সময় প্রতিবেশিরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, বুধবার রাতে এ খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করতে ও অ’স্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।