ঢাকা: চিত্রনায়ক ইমনকে ভাইরাল অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। র্যাব সদর দপ্তরে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ইমন পৌঁছান।
এর আগে সোমবার (৬ ডিসেম্বর) রাতে তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
সম্প্রতি ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়, নায়ক ইমন, ডা. মুরাদ হাসান ও নায়িকা মাহিয়া মাহির কথোপকথন। পরো অডিও ক্লিপটি জুড়ে ছিলো নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ডা মুরাদ হাসানের অশ্লীল কথাবার্তা। কথোপকথনের এক পর্যায়ে সদ্য পদত্যাগ জমা দেওয়া প্রতিমন্ত্রী নায়িকাকে গোয়েন্দা সংস্থার লোক দিয়ে তুলে এনে ধ র্ষ ণে র হু ম কি ও দেন।