‘স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার, গ্রাম হবে শহর’

‘স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার, গ্রাম হবে শহর’

‘স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার, গ্রাম হবে শহর’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি হচ্ছে গ্রাম শহর হবে। ডিজিটাল বাংলাদেশ একে অপরের পরিপূরক। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। ভাষা যত বেশি আয়ত্ত করতে পারবে, সে তত বেশি এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোঃ তাজুল ইসলাম বলেন, ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিতে হলে বাংলার পাশাপাশি ইংরেজিতে পারদর্শী হতে হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস ভূঁইয়া, লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ১৩৫ জন শিক্ষার্থী পাঠ্যক্রমের এই সংস্করণে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme