পূজায় মদ ও অশ্লীল নৃত্য নিষিদ্ধঃ ফরিদপুরের এসপি

পূজায় মদ ও অশ্লীল নৃত্য নিষিদ্ধঃ ফরিদপুরের এসপি

পূজায় মদ ও অশ্লীল নৃত্য নিষিদ্ধঃ ফরিদপুরের এসপি

পূজায় মদ ও অশ্লীল নৃত্য নিষিদ্ধঃ ফরিদপুরের এসপি। দুর্গাপূজায় লাইসেন্স বিহীন কোনো ধরনের মদ পান ও কেনা-বেচায় নিষিদ্ধি ঘোষণা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম)। এমনকি পূজায় ধর্মীয় ভাবগাম্ভীর্জের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়— এমন অশ্লীল নৃত্যও চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সোমবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে নয়টি উপজেলার পূজা আয়োজক প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে পূজা উদযাপন কমিটির নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন পুলিশ সুপার।

তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া পূজা উদযাপনে কয়েক স্তরে নিরাপত্তা থাকবে। তার পরও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংগঠনের পরিকল্পনার খবর থাকলে দ্রুত তা পুলিশকে অবকহিত করতে অনুরোধ করেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলাল উদ্দিন ভূইয়াসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান তারা।

তথ্যসূত্রঃ ঢাকা টাইমস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme