somoyerkhbor.com

ফরিদপুরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে ম্যাটস শিক্ষার্থীরা

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর ম্যাটস -এর উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সাবেক ইন্টার্ন ছাত্র জুনায়েদ বিশ্বাস, সোহান মুন্সী, সাজ্জাদ হোসেন হোসেন প্রমুখ। চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৫ আগস্ট থেকে ক্লাস বর্জন করছেন ম্যাট-এর শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ইন্টার্নশিপ বহাল রাখাসহ কোর্স কারিকুলাম সংশোধন, এলাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ ব্যবস্থা, বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার ব্যবস্থা করা।

সভায় বক্তারা তাদের চারটি দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন- আমাদের চারটি দাবি শিক্ষার্থীদের প্রাণের দাবি। মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর মুজিব সড়ক প্রদক্ষিণ করে।

Exit mobile version