ফরিদপুরে অস্ত্র হাতে গুলি করার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট

ফরিদপুরের আলফাডাঙ্গায় আগ্নেয়াস্ত্র নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে সাতটি গুলি করে মারার হুমকি দিয়েছেন এক যুবক।

যুবকের নাম মোঃ মিন্টু মোল্যা, সে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের জাফর মোল্যার ছেলে। তিনি জয়দেবপুর বাজারে ডেকোরেটর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দুই মাস আগে দুবাই গিয়েছেন।

সোমবার মিন্টু মোলার ফেসবুক আইডি থেকে অস্ত্রসহ ছবিটি পোস্ট করা হয়। পরে পোস্টটি মুছে দেন।

মিন্টু মোলা আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন, জয়দেবপুর বাজার কারো বাপের নয়। শুধু সময়ের অপেক্ষা। তরে আমি সাতটা গুলি করুম।’

মিন্টু মোল্যার বাবা জাফর মোল্যা বলেন, আমার ছেলে মিন্টু আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে জয়দেবপুর বাজারে ডেকোরেটরের ব্যবসা করে। দুবাই গিয়েছি দুই মাস হয়ে গেল। পাঁচ বছর আগে, আমার ছেলে ফরিদপুরে তিন মাসের আনসার প্রশিক্ষণ নেয়। ওই সময় হাতে অস্ত্র নিয়ে ছবিটি তোলা হয়ে থাকতে পারে। ছেলের সাথে কথা বলে পরে বলতে পারব।

রাজনৈতিক কোণঠাসা করতে ছোট ইস্যুকে বড় করা হচ্ছে, বলেন মিন্টু মোল্যার বড় ভাই রাজু মোল্যা।

ওসি মোঃ আবু তাহের বলেন, তদন্ত সাপেক্ষে পোস্ট দাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *