ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ১২, শনাক্ত ১৪৭ । সময়ের খবর

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায়, ছয়জন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মোট মারা গেছেন ২৯৩ জন। একই সময়ে ৩৩৬ নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৩৬২ জন। শনাক্তের হার ৪৩ দশমিক ৭৫ শতাংশ।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে শুক্রবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য পাওয়া গেছে।
করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ফরিদপুর সদরের মো. খালেক (৭১) ও মো. জালালউদ্দিন (৭০), বোয়ালমারীর সরোয়ার মোল্লা (৭৫) ও সদরপুরের শেখ ইমাম (৭০) এবং রাজবাড়ী সদরের রাহেলা বেগম (৫০)।

এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও স্বাস্থ্য কেন্দ্রে গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের। এখানে শনাক্তের হার ২৬ দশমিক ৮৬ শতাংশ।

ফরিদপুরে নতুর করে যে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে ভাঙ্গায় ৬, বোয়ালমারীতে ৪, নগরকান্দায় ৭, সদরপুরে ২২, চরভদ্রাসনে ২, সালথায় ১ ও ফরিদপুর সদরে ১০৫ জন রয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪৪ ও নারী ৩৪ জন রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছে ৪২২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২৯৪ জন। এ পর্যন্ত এ হাসপাতালে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ২৯৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *