সময়ের খবর ডেস্কঃ
ফরিদপুরের চোরাই মোটরসাইকেলসহ ‘চক্রের পাঁচ সদস্যকে’ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বোয়ালমারী এবং মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়।
মধুখালী উপজেলার কামালদিয়া এলাকা থেকে সাদ্দাম হোসেন (২৭), বিপুল মোল্লা (৩৭) ও ইলাহী মোল্লা (২৭) এবং বোয়ালমারী উপজেলায় বিভিন্ন স্থান থেকে মো. শাহিন মোল্লা (৩৮) এবং মো. তুহিন মোল্লা (২৭) আটক করা হয়।
এ সময় তাদের জিম্মায় থাকা ছয়টি বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’