ফরিদপুরে টনসিল অপারেশনের পর শিশুর মৃত্যু

ফরিদপুরে টনসিল অপারেশনের পর শিশুর মৃত্যু

ফরিদপুরে টনসিল অপারেশনের পর বুকে ও পেটে ব্যথা নিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত নুসরাত জাহানের (১১) পরিবারের পক্ষ থেকে তার মৃত্যু নিয়ে কোনো অভিযোগ করা হয়নি। গত মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরের পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে অপারেশনের সময় তার মৃত্যু হয় বলে জানা যায়। নুসরাত জাহানের অপারেশনটি করেন নাক, কান, গলা বিশেষজ্ঞ চিকিৎসক উষা রঞ্জন চক্রবর্তী। অপারেশনের পরে বিকেলে ওই শিশু হঠাৎ বুকে ও পেটে ব্যথা অনুভব করেন। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। চিকিৎসক ডা. উষা রঞ্জন চক্রবর্তীর এ ব্যাপারে দাবী, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে নুসরাত । নুসরাতের বাবা শিকদার আল মামুন বলেন, তার মেয়ে অপারেশন আগে পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু, অপারেশন করানোর পর হঠাৎ দুপুরে বুকে ও পেটে ব্যাথা অনুভব করে। তার কিছুক্ষণ পরেই মৃত্যু হয়। তবে থানায় রোগীর মৃত্যু সম্পর্কে কোনো অভিযোগ নেই বলে লিখিত দিয়েছেন শিকদার মামুন। এ প্রসঙ্গে শিকদার মামুন বলেন, আমার আদরের সন্তানকে পোস্টমর্টেম করা হবে, তাকে কাটা-ছেঁড়া করা হবে এটা আমরা চাইনি। এছাড়া আইনের কিছু জটিলতা থাকার কারণে আমরা এ মর্মে একটা লিখিত দিয়েছি। এ সম্পর্কে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ৯৯৯-এর একটা ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত নুসরাতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না আনায় আমরা তাদের কাছ থেকে লিখিত বিবিরণ নেই। সুমন রঞ্জন সরকার(অতিরিক্ত পুলিশ সুপার) আরও বলেন, যদি পরবর্তীতে নিহত রোগীর স্বজনদের হাসপাতাল কিংবা চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়া হয়, তাহলে বিষয়টি তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *