নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী গ্রামে বজ্রপাতে কবির মোল্লা (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কবির মোল্লা মৃত গোপাল মোল্লার ছেলে।মঙ্গলবার বিকেল ৪টার দিকে এলাকার পশ্চিম চক নামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বলেন, কবির সহ আমরা কয়েক জন মাঠে ধান নেয়ার কাজে ছিলাম, এক বোঝা নিয়ে বাড়ি এসে দুপুরের খাবার খেয়ে আবার মাঠের দিকে যেতে লাগছিলো এক সাথে তিন জন। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকায় এবং অনেক জোড়ে গর্জন দেয়, সাথে সাথে কবির মাটিতে পরে যায়।
পরে ওরে ধরে উঠানোর চেষ্টা করা হলে, বুঝতে পারি ও আর বেচে নেই। আমরা কবিররে লাশ মাঠ থেকে নিয়ে আসি, পরে এলাকার অন্যান্যরা সবাই ধরে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
মৃত কবির মোল্লার স্ত্রী সহ চার ছেলে মেয়ের পরিবার। দুইটি ছেলে ও দুইটি মেয়ে। একটি মেয়ের বিয়ে হওয়ায় তিন সন্তান নিয়েই তিনি থাকতেন।
পেটে মেদ জমার কারণ ও প্রতিকার জেনে নিন..! –
সংসারে অভাবের কারনে বড় ছেলে (১৭) অল্প বয়সেই কাজ শুরু করেছে ও ছোটো দুই জন পড়ালেখা করছে।