মিয়া সৈকতঃ আজ বুধবার (৩ মার্চ) ফরিদপুরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশ সূত্রে যানা যায়, অসামাজিক কাজে লিপ্ত থাকায়, শহরের গোয়ালচামট হোটেল হোয়াইট প্যালেস, হাজী শরীয়তউল্লাহ বাজার সংলগ্ন হোটেল নিউ নূর ও কানাইপুরের হোটেল ঈগল থেকে ১৩ জন পুরুষ ও মহিলাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সালথার থানার ভাওয়ালের মোঃ মুন্না মাতুব্বর (৩২), সদরের ডোমরাকান্দী গ্রামের আবুল কালাম আজাদ (৩৮), খোদাবক্স রোডের শুভ কাজী (২৮), দক্ষিন আলিপুরের সন্তস সাহা (৫৫), নারায়নগঞ্জের ডামুদির শুভ আহমেদ (২৬), পটুয়াখালী মিরজাগঞ্জের মাসুম হাওলাদার (২৫), রাজবাড়ী ধুমচির মেহেদী হাসান (৩২), চট্রগ্রাম মীরের সরাইয়ের নাইমা ইসলাম (২৫), কিশোরগঞ্জের সরপোমাইরার সাদিয়া (২৫), সালথা ভাওয়াল রেহেনা আক্তার (২৯), নগরকান্দা মীরের গ্রামের হাসী বেগম (৩০), পটুয়াখালী গলাচীপার মায়া বেগম (৩০), নেত্রকোনা মদনপুর বাজার সাথী আক্তার (১৯)
ডিবি ওসি সুনিল কুমার কর্মকারের নেতৃতে এএসআই রাসিদুল ইসলাম, সাজাহান সহ ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। আটককৃতদের বিরুদ্ধে অসামাজিক কার্যক্রম প্রতিরোধ আইনে মামলা রজু হয়েছে।বুধবার কোতোয়ালি থানা পুলিশ এর মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ তাদের জেল হাজতে প্রেরন করেছে।
©2020 SomoyerKhbor All rights reserved ®
Leave a Reply