শিরোনামঃ
রাজবাড়িতে বাড়ি লিখে না দেওয়ায় শাশুড়িকে মারধর করলো পুত্রবধূ পদ্মা সেতু হয়ে “সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস” ট্রেনের সময়সূচি ফরিদপুরে ১৬০টি বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা মেশিন আসছে না কোনো কাজে জয়িতা টাওয়ার আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফরিদপুরে স্কুলছাত্রী অপহরণের সময় গণধোলাই ফরিদপুরের সদরপুরে দাফনের পাঁচ দিন পর জীবিত গৃহবধূ উদ্ধার ফরিদপুুরে ৫ ক্লিনিক ও ডায়াগনস্টিকের কর্যক্রম বন্ধ ঘোষণা এস আলম পরিবহনের সকল বাস কাউন্টার নম্বর – S Alam Bus ঢাকা টু নেত্রকোনা ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য ও ছুটির দিন একতা পরিবহনের সমস্ত কাউন্টার নম্বর ও ভাড়া তালিকা – Ekta Transport
ফরিদপুরে ৩৮ তম বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের বরণ করে নিলো জেলার স্বাস্থ্য বিভাগ –

ফরিদপুরে ৩৮ তম বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের বরণ করে নিলো জেলার স্বাস্থ্য বিভাগ –

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: নবীন বিসিএস(স্বাস্থ্য) কর্মকর্তাদের মানবতার সেবায় কাজ করার আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান।

জেলা সিভিল সার্জন বলেন, সবার আগে দেশ ও দেশের মানুষ। তাদের সেবাকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। কাউকে কষ্ট দেওয়া উচিত হবে না। দেশের চিকিৎসা উন্নয়নকে ত্বরান্বিত করতে সচেষ্ট থাকতে হবে। সময়ের প্রতি লক্ষ্য রেখে নিজ দায়িত্ব সম্পাদন করতে হবে।

এ সময় ১১ জন বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের ফুল ও বই দিয়ে বরণ করে নেওয়া হয়।

ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মাহফুজ আরা বেগম, (ডেপুটি সিভিল সার্জন), ফরিদপুর, ডাঃ তানসিভ জুবায়ের, মেডিকেল অফিসার (সিভিল সার্জন অফিস), ডাঃ মোঃ নাসিমউদ্দিন সহ জেলার স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বশেষ খবর

©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme