আজ বুধবার (২৮ জুলাই) দুপুরে ড. যশোদা জীবন দেবনাথ ফ্যান’স ক্লাবের পক্ষ থেকে ফরিদপুর সদর উপজেলার সামনে, বাইপাস সড়কের কৃষাণ হাঁটা ও মহিম স্কুলের মোড়ে ৪০০ অসহায় পথচারীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
দেশের এই মহামারী করোনা পরিস্থিতিতে দেশের অধিকাংশ হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকায় শহরে বিভিন্ন কাজে আসা ভুক্তভোগী, ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য বিতরনের জন্য সার্বক্ষণিক দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদানের জন্য ফরিদপুরের কৃতি সন্তান ড. যশোদা জীবন দেবনাথ,সিআইপি ‘কে ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ফ্যান’স ক্লাবের এডমিন ভিপি গিয়াস, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য সংকর শাহা, Sumon Kundu , Taposh Dutta , Gopal Datto এবং ক্লাবের সদস্য সাহারাত সাঈদ , Js Jamil Jamil , লিটন, আহসান সহ আরো অনেক সদস্য বৃন্দ।