ফরিদপুর চরভদ্রাসনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ফরিদপুর চরভদ্রাসনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ফরিদপুর চরভদ্রাসনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসনে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় মেলার শুরুতে উপজেলার কৃষকদের নিয়ে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিটন ঢালী। শনিবার (১৩ মে) বিকেলে মেলা শেষ হবে। উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউল হক, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রাসেল ইসলাম নূর, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আদর্শ কৃষক শেখ বায়োজিদ।

মেলা উপলক্ষে উন্নত ১২ জাতের গোল আলু, ছয় জাতের মিষ্টি আলু, পানি কচু লতি কচু ওল কচুসহ অন্যান্য প্রযুক্তি প্রদর্শন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চরভদ্রাসন, ফরিদপুর কর্তৃক আয়োজিত হয় এ মেলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme