ফরিদপুর পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরে পৃথক দুটি অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ১৫০ ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার পৃথক দুটি অভিযানে জেলা সদরের ধোপাকান্দি এলাকায় এবং জেলার ভাঙ্গায় একটি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর সদরের ধোপাকান্দি এলাকার জাফর আলী শেখের ছেলে জান্নাতুল ইসলাম (২০), পাশের বাখুন্দা এলাকার মো. মোশাররফ মিয়ার ছেলে সাকির হোসেন সোহেল (৩৬) ও ভাঙ্গার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে এমদাদুল চৌধুরী (৩৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানা ও ভাঙ্গা থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ উপ-পরিচালক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme