বইমেলায় ফরিদপুরের মেয়ের লেখা উপন্যাস ‘অদৃশ্য মায়া’

উপন্যাসপ্রেমী পাঠকদের জন্য জান্নাতুল ইসলাম রূপা নিয়ে এলেন অদৃশ্য মায়া। লেখিকার প্রথম উপন্যাস এটি। লেখিকা তার উপন্যাসে রহস্যের ছোঁয়ার মধ্য দিয়েই রোমান্টিকতা ফুটিয়ে তুলে পাঠকপ্রিয় তার বইকে করে তুলেছেন। উপন্যাসটির চরিত্র, সংলাপ এবং লেখিকার উপস্থাপনা কৌশল উপন্যাস প্রেমীদের ঠিক অদৃশ্য মায়াতেই আটকে রাখবে। এই উপন্যাস পড়তে গেলে পাঠক নিজেই হয়ে উঠবেন এক কল্পনার চরিত্র এবং কখনো নিজেকে আবিষ্কার করবেন নিবিড় পর্যবেক্ষক হিসেবে।

বইটির প্রচ্ছদে আছে কারুধারা। বইটি পাওয়া যাবে ঢাকার বইমেলার ‘নব সাহিত্য প্রকাশনী’ র স্টল নং ৩০ ও ৩১ এ।

জান্নাতুল ইসলাম রূপা ১৯৯৯ সালে ফরিদপুরের বিলমামুদপুরে জন্মগ্রহণ করেন। জেলা সদরের ডোমরাকান্দি স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করেন শহরের স্বনামধন্য সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে। বর্তমানে তিনি সরকারি তিতুমীর কলেজে বাংলা বিভাগে স্নাতক সম্পন্ন করছেন। এছাড়াও যৌথ কাব্যগ্রন্থে নিজের দক্ষতাকে খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *