ফরিদপুরের ভাঙ্গায় মাইকে ঘোষণা দিয়ে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিমুল বাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
ঢাক ঢোল পিটিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয় দুই ইউনিয়নের লাখ লাখ মানুষ। তবে পুলিশ ও ইউপি চেয়ারম্যানরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
জানা যায়, আজিমনগর ইউনিয়ন পরিষদে ৪ দিন আগে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশের সময় পাত্রাইল গ্রামের কয়েকজন যুবক পুকুরপাড় গ্রামের ৪ জনকে মারধর করে। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কালামৃধা ইউনিয়নের পাত্রাইল গ্রামের পক্ষে ও পুকুরপাড় গ্রামের পক্ষে আজিমনগর ইউনিয়নের বাসিন্দারা সংঘর্ষের প্রস্তুতি নেয়। এ সময় ঢাক ঢোলও বাজানো হয়। দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়েছি বলে শুনিনি।’