নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় করোনায় ক্ষতিগ্রস্থ বীরঙ্গনা দেবী আরতী রানীর পাশে দাড়ালেন উপজেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রামে একটি ঝুপড়ি ঘরে মানবেতরভাবে বসবাস করা এই বীরঙ্গনার হাতে উপহারসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাজিম উদ্দিন,সহকারী কমিশনার(ভ’মি) সজিব আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে জেলা প্রশাসনের কাছে খবর আসে চার ছেলে ও দুই কন্যা সন্তানের এই জননী অভাবের সংসার ছেড়ে দূরে চলে গেছে তাঁর পাঁচ সন্তান। মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা দিয়ে কোনমতে ছিন্ন পাতার ঘরে বসবাস করছেন এই বীরঙ্গনা।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার উপহার ও খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি বসত ঘর প্রদান সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে থাকার আশ্বাস দেন।