শিরোনামঃ
সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ফরিদপুরের তুষার

সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ফরিদপুরের তুষার

সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ফরিদপুরের তুষার

বর্তমান ভার্চুয়াল জগৎ এ আমরা প্রায় সব-সময়ই এক্টিভ থাকি আমাদের নিত্য-দিনের কাজের মধ্যই পরে যায় এই ভার্চুয়াল এক্টিভিটি। কি হবে যদি এই ভার্চুয়াল টাই আপনার ক্ষতির কারণ হয়? আপনি আপনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে কিছু অসাধু লোক তা নিয়ে অশ্লীল আকারে এডিট করে আপনাকে ব্ল্যাক-মেইল করবে এবং আপনাকে খুবই খারাপ ভাবে প্রচারণা করবে শুধু খারাপ লোকই না ভার্চুয়াল এ রয়েছে কিছু সাইবার স্পেশালিষ্ট যারা নিজেদের দক্ষতা দিয়ে ভার্চুয়াল কে সুন্দর করে তুলছে এবং অন্যায় কে দমন করছে।

তার মধ্য উল্লেখিত রয়েছে আমাদের ফরিদপুর ছেলে- Ahmed Tusher Chowdhury এবং Rakib Hossain তারা দুজন নিজেদের সময় ও দক্ষতা দিয়ে ভার্চুয়াল থেকে অসাধু লোক দের দমন করেন এবং সাধারণ মানুষকে যে কোন সমস্যায় সাহায্য করেন।

সাধারন মানুষের হেল্প যেমন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্ট হটাৎ করে লক হয়ে গেলে তাড়া বিনা স্বার্থে আনলক করে দেয়, টু ফেক্টর বাইপাস করে দেয় এবং তার সাথে আরোও নানান রকম সাহায্য তারা করে দেয়।

তাছাড়া উল্লেখিত ভাবে ফেসবুকে অশ্লীলতা ছড়ানো কে কেন্দ্র করে তাড়া দুজন প্রায় প্রতিদিন অশ্লীল ছবি ফেসবুক থেকে নিস্ক্রিয় করে দেয়।
কিছুদিন আগে মুসলিম দের মহানবী হযরত মহাম্মদ (সাঃ) কে নিয়ে বাজে কটুক্তি করায় আসাদ নূর নামক একটি নাস্তিক পেজ থেকে কয়েকটি ছবি ও ভিডিও তাড়া দুজন মিলে নিস্ক্রিয় করে দেয়।
এভাবেই তাড়া অশ্লীলতা,নাস্তিকতা,ব্ল্যাক-মেইল,হ্যারেস-কেস এ মানুষদের সাহায্য করে থাকেন

সাইবার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন : Ahmed Tusher Chowdhury

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বশেষ খবর

©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme