‘বাইসো ফরিদপুর ব্রাঞ্চ’ সামাজিক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধায় সদর উপজেলার শহরের ঝিলটুলিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামের মূল বিষয়বস্তু ছিলো ‘বাইসো ফরিদপুর ব্রাঞ্চের’ মাধ্যমে ২০২১-২০২২ সালে সেচ্ছাসেবী কাজের মধ্য দিয়ে যারা গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছে তাদেরকে মেম্বারশীপ এওয়ার্ড প্রদান করা হয়েছে এবং সংগঠনের সামনের কার্যক্রম কিভাবে স্বচ্ছতার সঙ্গে অসহায় মানুষের পাশে সব সময় থাকা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিস, ফরিদপুর এর মেডিকেল অফিসার, ডাঃ তানসিভ জুবায়ের নাদিম।
‘বাইসো ফরিদপুর ব্রাঞ্চ’ সংগঠনের সভাপতি কাজী জেবা তাহসিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বাইসোর সদস্য এবং ডাটা এন্ট্রি অপারেটর সিভিল সার্জন অফিস মোঃ আলামিন, কার্যনির্বাহী সম্পাদক আশিকুর রহমান, তথ্য -যোগাযোগ বিষয়ক সম্পাদক আবির হাসান, এছাড়াও সদস্য ছিলো রিফাত হাসান, তঔহীদুল ইসলাম, কাওছার রশিদ, সাদিয়া ইসলাম মৌ, ডালিয়া, রাব্বী,শাওন, ইমরান আরও অনেকে।