ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জন মা’রা গেছেন। এর মধ্যে সাতজন করোনায় ও ১০ জন উপসর্গ নিয়ে মা’রা গেছেন।
নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২৬ জনের এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের। শনাক্তের হার ৩৮ দশমিক ৯৭ শতাদ্ধ ।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে বুধবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ সকল তথ্য জানা যায় ।
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃ’ত সাতজন হলেন – আলফাডাঙ্গার রাবেয়া (৫০), মধুখালীর গোলাম মোস্তফা (৭০), ফরিদপুর সদর উপজেলার রাজ্জাক (৭৫), মাগুরার মোহাম্মদপুরের নান্নু শেখ (৪৫), পাংশার আক্তার প্রামাণিক (৭০), ও রাজবাড়ীর বালিয়াকান্দির ওহিদুল ইসলাম (৪৫), এবং কালী কুমার গোসাই (৭০) ।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শনাক্ত ১৬১ জনের মধ্যে সদরে ৭২, আলফাডাঙ্গায় ৮, নগরকান্দায় ৬ ভাঙ্গায় ৭, বোয়ালমারীতে ৯, চরভদ্রাসনে ২৯, মধুখালীতে ২২ ও সদরপুরে ৮ জন রয়েছে। বাকী ৪৪ জন জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। এ সময় সুস্থ হয়েছেন ৭০ জন এবং মা’রা গেছেন ৩৬৯ জন।