ফরিদপুর প্রতিনিধি
সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “স মা জ- সর্বদা মানবতার জন্য ” সংগঠনের পক্ষ থেকে মসজিদের ইমাম ও জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ফরিদপুর ইমাম কল্যান ফাউন্ডেশনের তথ্যের আলোকে মমিন খার হাট জামে মসজিদে উপস্থিত থেকে ১৭ জন ইমাম সাহেবকে ঈদ উপহার দেওয়া হয়। এসময় ইমাম কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হাফেজ মাওলানা আবদুল আউয়াল সাহেবের মাধ্যমে সবাইকে ঈদ উপহার হিসেবে হিসেবে চাউল,তেল, সেমাই,চিনি, দুধ, কিচমিচসহ নগদ টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ‘স মা জ’ এর অন্যতম সদস্য তরুণ সমাজ সেবক জনাব ফজলুল হামিদ তামিম।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার আবির শুভেচ্ছা বক্তব্যে সকলের নিকট দোয়া প্রার্থণা করেন। যেসকল মানবিক মানুষের সহোযোগিতায় এ উপহার তুলে দিতে পেরেছেন তাঁদের সকলের পরিবারের জন্য দোয়া চাওয়া হয়।
এছাড়াও ২৫ জন তরুণ মুসুল্লিদেরকে টুপি ও পাঞ্জাবি উপহার দেওয়া হয়।
কিছু সংখ্যক মসজিদ ও ব্যক্তিকে কোরাআন শরিফ দেওয়া হয়।
এছাড়া কিছু মধ্য বিত্ত পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে উপহার পৌছে দেওয়া হয়।