সময়ের খবর ডেস্কঃ
আজ ৩০শে মে রবিবার দুপুর ৩ ঘটিকায় ফরিদপুরে ঢাকা খুলনা হাইওয়েতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। জেলার সদর উপজেলার বদরপুরে অবস্থিত এলজিইডি অফিসের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে, ঘটনাস্থল হতে জানা যায়, ফরিদপুরমূখী একটি পিকআপ ভ্যান কে অভারটেকিং করতে যায় একটি মটর সাইকেল, তখন বিপরীত দিক থেকে আসা যশোরমূখী একটি ট্রাক সামনে এসে যায়। পিকআপের ধাক্কা লেগে বাইকটি পরে যায়, এবং বাইকটি ট্রাকের নিচে চলে যায়, ট্রাকের চালক ট্রাকটিকে আর কন্ট্রল করতে না পারায়, তখন রোডের পাসেই দারিয়ে থাকা আরেকটি ট্রাক কে মেরে দেয় । গুরুতর অবস্থায় স্থানীয় জনগন মটরসাইকেল আরোহীকে দ্রুত হাস্পাতালে নিয়ে যায়।
২য় দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬ ঘটিকায়, ১ম ঘটনাস্থল থেকে দুই কিমি দুরত্বে পূর্বগংগাবর্দী মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউট এর সামনে। এলাকাবাসী মোঃ বাচ্চু শেখ জানান, প্রচুর বৃষ্টির মধ্যে অনেক শব্দ হয় রাস্তায়, গিয়ে দেখি রাস্তার দুই পাসে দুইটি ট্রাক গাছের উপর পরে আছে। এর জন্য রাস্তার দুই পাসেই ১ কি.মি. করে জ্যামের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ এসে রাস্তা ক্লিয়ার করেন, এই ঘটনায় কেউ আহত বা নিহত হন নি।
৩য় দুর্ঘটনাটি একই সময়ে বৃষ্টির মধ্যেই ঘটে। শহরের রাজবাড়ী রাস্তার মোড় বাইপাস সড়কে বরিশাল থেকে আসা ঢাকা গামী একটি কাচামালের ট্রাক রাস্তার পাসের খালে পরে যায়, এই রিপোর্ট লেখা অবস্থায় কোন আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই চন্দন চন্দ্র বর্মন জানান, বদরপুর এবং পূর্বগংগাবর্দী তে আলাদা দুইটি দুর্ঘটনা ঘটে, বদরপুরে একজন মটর সাইকেল আরোহী আহত হয়েছেন সে হাস্পাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, এছারা কোন আহত বা নিহতের ঘটনা ঘটে নি। গাড়ী গুলো আমরা আটক করেছি, মামলার প্রকিয়া চলছে।
এছাড়া শহরের বাইপাস রোডে আরেকটি দুর্ঘটনা ঘটেছে সেখানে জেলা পুলিশ আছেন।