শিরোনামঃ
ক্রিকেটের প্রকৃত বল দিয়েই ক্রিকেট খেলতে হবে, টেপ টেনিস বল দিয়ে খেলে ক্রিকেটার হওয়া যাবে না,- ফরিদপুরে সাবেক অধিনায়ক মাশরাফি।

ক্রিকেটের প্রকৃত বল দিয়েই ক্রিকেট খেলতে হবে, টেপ টেনিস বল দিয়ে খেলে ক্রিকেটার হওয়া যাবে না,- ফরিদপুরে সাবেক অধিনায়ক মাশরাফি।

ফরিদপুর প্রতিনিধিঃ টেপ টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে বড় মানের ক্রিকেটার হওয়া যাবে না। ক্রিকেটের নির্দিষ্ট বল দিয়েই ক্রিকেট ছোট থেকে খেলাকে রপ্ত করতে হবে। ক্রিকেটের প্রতি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন ধরণের খেলাধুলাই পারে তরুণদের মাদক গ্রহণ ও সন্ত্রাসী থেকে দূরে রাখতে।

আহ ৫ই ফেব্রুয়ারি ফরিদপুর মধুখালী উপজেলায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন সময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তূজা।

তিনি আরও বলেনঃ স্থানীয় পর্যায়ে বড়দের ক্রিকেট খেলার প্রতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এ ব্যাপারে বড়দেরদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে কেননা ক্রিকেটের প্রকৃত বল দিয়েই খেলা খেলতে হবে, না হলে একজন বড় ক্রিকেটার হওয়া যাবে না।

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া খেলার মাঠে ‘আয়শা-সামী ক্রিকেট টুর্নামেন্ট’ নামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলাটি ০৫ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টার দিকে শুরু হয়। স্থানীয় সামী ক্রীড়াচক্র এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনালে মধুখালীর আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দল আট উইকেটে রাজবাড়ীর কালুখালীর মৃগী স্পোটিং ক্লাব দল হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দল। নির্ধারিত ২০ ওভারে রাজবাড়ীর কালুখালীর মৃগী স্পোটিং ক্লাব ছয়টি উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে। জবাবে আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২৩৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সামী রহমান, যার নামে এ টুর্নামেন্টের আয়োজন, মধুখালী পৌরসভার মেয়র উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ৩০ হাজার ও রানার আপ দলের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। ফাইনাল খেলায় আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দলের পক্ষে ৯৮ রান করে ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন। ফাইনাল খেলায় চারটিসহ তিন ম্যাচে ১১টি উইকেট লাভ করে একই দলের ইমরুল ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন।

সমাপনী খেলার আগে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ ও শামীম হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম, জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

One response to “ক্রিকেটের প্রকৃত বল দিয়েই ক্রিকেট খেলতে হবে, টেপ টেনিস বল দিয়ে খেলে ক্রিকেটার হওয়া যাবে না,- ফরিদপুরে সাবেক অধিনায়ক মাশরাফি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বশেষ খবর

©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme