নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে জেলা যুবলীগের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও যুবসমাবেশ করেছে ফরিদপুর জেলা যুবলীগের একাংশ ।
মঙ্গলবার ( ১১ ই মে ) বিকেলে শহরের হাসিবুল হাসান লাবলু সড়ক চত্বরে নির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন পুচ্চি’র নেতৃত্বে এই যুবসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
তৌফিক হোসেন পুচ্চি সমাবেশ থেকে জানান , হাইব্রীড দিয়ে ঢাকা থেকে এক তরফাভাবে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয় । আমরা প্রকৃত যুব নেতাদের নিয়ে এই কমিটি গঠন চাই ।
তিনি আরো বলেন , আগামী ১৫ দিনের মধ্যে এই আহবায়ক কমিটি ভেঙ্গে প্রকৃত ফরিদপুরের যুব নেতাদের নিয়ে কমিটি গঠন করা হোক ।
উল্লেখ্য, গত ৬ ই মে কেন্দ্রীয় যুব লীগের চেয়ারম্যান শেখ ফজলে নুর পরশ ও সাধারন সম্পাদক মাইনুল ইসলাম নিখিল যৌথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফরিদপুর জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় ।