ফরিদপুরে রান্না করার সময় গোসতের টুকরায় আল্লাহর নাম অলৌকিকভাবে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার পশ্চিম আলীপুর খোকা পিরের বাড়ির সামনে রফিকুল ইসলাম রতনের বাড়ির ভাড়াটিয়া পারু বেগম রান্না করার সময় দেখতে পায় গোসত ২ পিচ লাফাচ্ছে।

শুক্রবার (৩০ জুলাই ) দুপুরে রান্না করার সময় এ অলৌকিক ঘটনা ঘটে।

রান্না করার সময় পারু বেগম (২৫) গোসত লাফানো দেখতে পেয়ে তারাতারি করে গোসত ২ টুকরা উঠায়। তার পর দেখতে পায় গোসতের উপর আল্লাহুর নাম। এ সময় তিনি অপলকভাবে তাকিয়ে দেখতে থাকেন। আশেপাশে লোকজনকে বলতে থাকেন। তখন আশপাশের লোকজন এসে দেখতে পেয়ে ভীড় জমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *