somoyerkhbor.com

এবার আগুনে ঘি ঢাললেন চিত্রনায়ক ওমর সানি

ঢোঁড়া সাপ থেকে সাবধান, মীর সাব্বিরকে ওমর সানী। সম্প্রতি মিসেস ইউনিভার্সের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। অনুষ্ঠানে তাকে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি সংলাপ বলার জন্য অনুরোধ জানান উপস্থাপিকা ইসরাত পায়েল। এরপর মঞ্চে এসে বরিশালের ভাষায় মন্তব্য করেন মীর সাব্বির। বিষয়টি সে সময় হাসিমুখে গ্রহণ করলেও পরে মীর সাব্বিরের বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ আনেন উপস্থাপিকা ইসরাত পায়েল ।

এরপর শুরু হয় তুমুল বিতর্ক। মীর সাব্বিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সবাই নারীকে হেয় করা হয়েছে বলে । তারপর মীর সাব্বির সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক)এ এই মর্মে একটি স্ট্যাটাস আপলোড করেন যে, “তখন তাকে হেয় করার পেছনে কোনো উদ্দেশ্য ছিল না আমার ” ।

এদিকে উপস্থাপিকা ইশরাত পায়েল ভাইরাল হওয়ার জন্য মীর সাব্বিরকে পুঁজি করেছেন বলে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা ওমর সানী।
এই বিষয়ে ওমর সানী বলেন- “মীর সাব্বির  হলেন আমার দেশি ছোট ভাই। তোমার কোনো দোষই নাই এখানে তুমি ভাইরালের শিকার । ঢোঁড়া সাপ থেকে দূরে থাকায় ভালো।”
উল্লেখ্য, বিবাহিত নারীদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে একটি বড় প্লাটফর্ম হিসেবে কাজ করছে “মিসেস ইউনিভার্স বাংলাদেশ” প্রতিযোগিতাটি। এর মাধ্যমে প্রতিযোগীরা নিজ দেশে নিজেদের প্রতিভা মেলে ধরতে পারছে। পাশাপাশি আর্ন্তজাতিক অঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে ভূমিকা পালন করবে।

Exit mobile version