স্বস্তিকা মুখার্জি বাংলার অন্যতম সুন্দরী নায়িকা। টলিউড ছাড়াও বলিউডেও অভিনয় করেছেন কারিশমা। এছাড়া ওয়েব প্ল্যাটফর্মের প্রেক্ষিতে বেশ কিছু জনপ্রিয় কনটেন্টে দেখা গেছে তাকে। তিনি সব প্রকল্পে ছয় রান করেছেন। শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘কালা’। আর তার আগে সোশ্যাল মিডিয়ায় ‘পাত্র চাই’-এর বিজ্ঞাপন দেন স্বস্তিকা।
গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তিনি সোশ্যাল মিডিয়ায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দেন। আপনি স্বস্তিকা কি ধরনের পাত্র চান? বললেন, গায়ের রং হবে বাদামি। ন্যায্য হতে হবে না. তবে বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালোবাসতে হবে। সবচেয়ে বড় কথা, ঘুরতে ভালোবাসি। আপনি ইংরেজি ব্যবহার না করে ১০ মিনিটের জন্য বাংলা বলতে সক্ষম হবেন।
আরও পড়ুনঃ সুনেরাহ-সিয়ামের চুমুর ভিডিও নিয়ে মুখ খুললেন স্ত্রী শাম্মা
এ অভিনেত্রী আরও বলেন, স্বামী হওয়ার আরও একটি গুণ আছে। অভিনেত্রী মন্তব্য করেছেন, “আপনি আমাকে ভালোবাসেন না তা ঠিক আছে, তবে আপনাকে কুকুরদের কথা মাথায় রাখতে হবে।” আপনার যদি এই গুণগুলি থাকে তবে আমার সাথে যোগাযোগ করুন, আমি বাকিগুলি যত্ন নেব।
মূলত স্বস্তিকার ‘পাত্র চাই’ বিজ্ঞাপনের উৎস একটি ফটোশুট। বিয়ের মৌসুমে এক প্রেসের জন্য ক্যামেরায় ধরা পড়েন তিনি। সেই ফটোশুটের ভিডিও ঝলক শেয়ার করে ক্যাপশনে উল্লেখিত কথাগুলো যোগ করেছেন তিনি। তবে ক্যাপশনের কথাগুলো শুধুই প্রচার নাকি স্বস্তিকার মনের ব্যক্তিগত ইচ্ছা, তা অন্ধকারেই রয়ে গেছে।
উল্লেখ্য, শুক্রবার (২৫ নভেম্বর) মুক্তি পেয়েছে স্বস্তিকার নতুন হিন্দি ছবি ‘কারা কাগজ’। নবনীত রঞ্জন পরিচালিত, এতে আরও অভিনয় করেছেন রজত কাপুর, ঈশানি যাদব এবং অন্যান্যরা। এছাড়া আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে স্বস্তিকার ‘কালা’ নামের আরেকটি ছবি।