ফরিদপুর টু গুলিস্তান গোল্ডেন লাইন পরিবহনের সময়সূচী, ভাড়ার তালিকা

ফরিদপুর টু গুলিস্তান গোল্ডেন লাইন পরিবহনের সময়সূচী, ভাড়ার তালিকা

ফরিদপুর টু গুলিস্তান গোল্ডেন লাইন পরিবহনের সময়সূচী-

ফরিদপুর টু গুলিস্তান গোল্ডেন লাইন পরিবহনের সময়সূচী। গোল্ডেন লাইন পরিবহন দেশের পরিবহন সেক্টরের একটি স্বনামধন্য পরিবহন নামে পরিচিত। ফরিদপুর টু ঢাকা এবং ঢাকা টু ফরিদপুর নিয়মিত চলাচলের পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ চলাচল করে থাকে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে তাদের সেবার মান আরও বৃদ্ধি করে চলছে। বাসের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় তাদের নতুন নতুন কাউন্টার তৈরি করছে।

আরও পড়ুনঃ গোল্ডেন লাইন new AC বাসের ফরিদপুর টু ঢাকা যাতায়াতের সময়সূচি ভাড়ার তথ্য

পদ্মা সেতু চালু হওয়ার আগে তাদের বাস সংখ্যা সীমিত ছিলো। সাথে তাদের বাস নিয়েও ছিলো যাত্রীদের অভিযোগ। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর অন্যান্য জেলার বাসের মতোই তারা নতুন বাস এনেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ফরিদপুর থেকে ঢাকা পদ্মা সেতু হয়ে গোল্ডেন লাইন বাসের প্রথমে সায়দাবাদ পর্যন্ত চলাচল করতো, এরপর তারা কদমতলী পর্যন্ত চালু আর তাদের আগের রুট ফেরি পারাপার হয়ে গাবতলী তো আছেই।

আরও পড়ুনঃ গোল্ডেন লাইন পরিবহনের ফরিদপুর টু ঢাকা সকল রুটের সময়সূচি

এখন গোল্ডেন লাইনের পক্ষ থেকে কদমতলী ও সায়দাবাদের পাশাপাশি গুলিস্তান পর্যন্তও তাদের বাস চলাচলের ব্যাপারে জানিয়েছে। যাদের ফরিদপুর থেকে গুলিস্তান বা এর আশেপাশে যাওয়া জরুরী তারা এখন গোল্ডেন লাইনেই যেতে পারবেন। বলা বাহুল্য- বর্তমানে ফরিদপুর থেকে গুলিস্তান শুধু বি এর টি সি এসি বাস চলাচল করছে। গোল্ডেন লাইনের বাস গুলিস্তান পর্যন্ত চলাচলের শুরুর পর যাত্রীদের আরও সুবিধা হবে।

আরও পড়ুনঃ বিআরটিসি ফরিদপুর টু ঢাকা বাসের সময়সূচী, টিকিটের মূল্য ও কাউন্টার নম্বার

ফরিদপুর টু গুলিস্তান সময়সূচি-

ক্রঃ নং                সময়                   বাসের ধরণ

০১.                    সকাল-০৫.৪৫        নন-এসি

০২.                    সকাল-০৬.৪৫        নন-এসি

০৩.                   সকাল-০৭.০৫        নন-এসি

০৪.                    সকাল-০৮.৪৫        নন-এসি

০৫.                    সকাল-০৯.৪৫        নন-এসি

০৬.                   সকাল-১০.৪৫         নন-এসি

০৭.                    সকাল-১১.৪৫         নন-এসি

০৮.                   দুপুর-১২.৪৫          নন-এসি

http://www.somoyerkhbor.com

০৯.                    দুপুর-০১.৪৫          নন-এসি

১০.                    দুপুর-০২.৪৫          নন-এসি

১১.                    দুপুর-০৩.৪৫         নন-এসি

১২.                    বিকাল-০৪.৪৫        নন-এসি

১৩.                    বিকাল-০৫.৪৫       নন-এসি

১৪.                    সন্ধ্যা-০৬.৪৫         নন-এসি

১৫.                    সন্ধ্যা-০৭.৪৫          নন-এসি

১৬.                    সন্ধ্যা-০৮.৪৫         নন-এসি

 

সারাদিনে ফরিদপুর থেকে কদমতলী হয়ে গুলিস্তানের উদ্দেশ্যে ফরিদপুর থেকে এই ১৬ টি কোচ ছেড়ে যাবে। এই রুটে সবগুলো বাসই নন-এসি এবং সবগুলো বাসই পদ্মা সেতু হয়ে তাদের গন্তব্যে পৌঁছাবে।

সুতরাং যারা বি আর টি সি এসি বাস ছাড়াও অন্য বাসে গুলিস্তান যেতে চান তারা এখন গোল্ডেন লাইন বাসের মাধ্যমেও গুলিস্তান যেতে পারবেন।

আরও পড়ুনঃ সায়দাবাদ টু ফরিদপুর গোল্ডেন লাইন(Golden Line)পরিবহনের সময় সূচি ও কাউন্টার নাম্বার

ফরিদপুর থেকে গুলিস্তান ভাড়া-

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে গুলিস্তান পর্যন্ত গোল্ডেন লাইন ভাড়া নির্ধারন করেছে ৪০০ টাকা। পক্ষান্তরে বি আর টি সি বাস তাদের ভাড়া নির্ধারন করেছে ৪৫০ টাকা।

 

শেয়ার করুন

One response to “ফরিদপুর টু গুলিস্তান গোল্ডেন লাইন পরিবহনের সময়সূচী, ভাড়ার তালিকা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme