শিরোনামঃ
একটি আঙ্গুল – রুমা তাহেরা

একটি আঙ্গুল – রুমা তাহেরা

একটি আঙ্গুল - রুমা তাহেরা

তোমার একটি আঙ্গুলের ইশারায় হতে পারে প্রেম, মমতা, ভালোবাসা।
অজস্র জলরাশি পুঞ্জিভূত হয়ে মহা সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে সজিব করতে পারে একটি মরুময় বালুকা প্রান্তর।

একটি আঙ্গুলের ইশারায় ভারসাম্যহীন ধুসর প্রকৃতি ফুলে, ফলে সবুজ অরণ্যে উঠতে পারে ভরে।
সোনালী ধানের শীষ, যব, গম,হলুদ সরিষা ফুলেরা বাতাসে দুলতে পারে।

একটি আঙ্গুলের ইশারায় আদিকাল থেকে আবৃত সময়ের গন্ডিতে বাঁধা জাত-পাত, ধর্ম বর্ণ, উঁচু নিচু বিভেদ ভেঙে তৈরি করতে পারে একটি নতুন সমাজ।
মন বদলের হাওয়া মেখে অপরুপ প্রকৃতির প্রেম মিশিয়ে সকলে হতে পারে অভিজাত।

একটি আঙ্গুলের ইশারায় ডানা ছেঁড়া পাখিরা মুক্ত বিহঙ্গের মতো,মহা সুখে পারে উড়তে।
ইচ্ছে হলেই পদ্মার জলরাশির উপর পা ভিজিয়ে পারে নিজেকে শীতল করতে।

একটি আঙ্গুলের ইশারায় পৃথিবীর গাঢ় অন্ধকারে বিদ্যুৎ চমকানো আলোক দ্যুতির প্রকট শব্দে, করতে পারে আলোকিত।
অপার আলোকরশ্মির পালকিতে চড়ে হতে পারে মানব মন ফুরফুরে পুলকিত।

অপরুপ মহিমায় মহিমান্বিত বিধাতা তৈরি করলেন বিস্ময়কর একটি আঙ্গুল।
তারই ইশারায় জাগে প্রেম, মনুষ্যত্ব, বিবেক,সৃষ্টির শ্রেষ্ঠত্ব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বশেষ খবর

©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme