গোসলের সময় স্ত্রীকে চুমু দেওয়ায় মারধরের শিকার (ভিডিও)

এক ব্যক্তি নদীতে গোসলের সময় তাঁর স্ত্রীকে চুমু দিয়ে মারধরের শিকার হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের সরযূ নদীতে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিকে তাঁর স্ত্রীর কাছ থেকে টেনে দূরে নিয়েছে উপস্থিত কিছু লোক চুমুর ঘটনার পর। বেশ কয়েক জন মিলে তাঁকে কিল, চড় ও লাথি মারতে থাকে। একজনকে এর মধ্যে বলতে শোনা যায়, সহ্য করা হবে না এ ধরনের অশ্লীলতা অযোধ্যায়।

read more ফরিদপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে আটক স্ত্রী

এদিকে, স্বামীকে যখন লোকজন মারধর করছিল, তখন স্ত্রী তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু, সে চেষ্টায় তিনি ব্যর্থ হন। পরে উত্তেজিত কিছু মানুষ ওই দম্পতিকে মারধর করতে করতেই নদীর তীরে উঠায়।

ঘটনাটি তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গোসলের সময় স্ত্রীকে চুমু দেওয়ায় মারধরের শিকার, এই ব্যাপারে অযোধ্যা পুলিশ বলছে।

https://twitter.com/Suneet30singh?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1539530199921852416%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fworld%2FE0A6A8E0A6A6E0A780E0A6A4E0A787-E0A697E0A78BE0A6B8E0A6B2E0A787E0A6B0-E0A6B8E0A6AEE0A79F-E0A6B8E0A78DE0A6A4E0A78DE0A6B0E0A780E0A695E0A787-E0A69AE0A781E0A6AEE0A781-E0A6A6E0A6BFE0A79FE0A787-E0A6AEE0A6BEE0A6B0E0A6A7E0A6B0E0A787E0A6B0-E0A6B6E0A6BFE0A695E0A6BEE0A6B0-1085533

কোতোয়ালি থানার ইনচার্জ ইন্সপেক্টরকে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অযোধ্যা পুলিশের এক টুইটে বলা হয়েছে।

উল্লেখ্য, গঙ্গার সাতটি উপনদীর একটি হলো সরযূ নদী। এটি পবিত্র নদী বলে বিবেচিত হিন্দুদের কাছে।

0 thoughts on “গোসলের সময় স্ত্রীকে চুমু দেওয়ায় মারধরের শিকার (ভিডিও)”

  1. Pingback: ট্রাকচাপায় ৫ শিক্ষক নি'হত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top