নিজ বাড়ি থেকে ভারতের জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মর*দেহ উদ্ধার। ভারতে সম্প্রতি একের পর এক জনপ্রিয় সকল অভিনেতা-অভিনেত্রীদের ঝুলন্ত মর*দেহ উদ্ধারের ঘটনা ঘটছে। প্রায় প্রতিটিকেই আত্ম*হ*ত্যা বলা হচ্ছে । এমনইভাবে এবার জনপ্রিয় টেলিভিশন তারকা বৈশালী ঠাকুরের ঝুলন্ত মর*দেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মর*দেহের সাথে একটি সুই*সাইড নোটও উদ্ধার করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
আরও প্পড়ূনঃ হাসপাতালের ছাদে পচতে থাকা শতাধিক লাশ উদ্ধার
রোববার (১৬ অক্টোবর) ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত অভিনেত্রী বৈশালী ঠাকুরের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মর*দেহ উদ্ধার করা হয়। মাত্র এক বছর আগে এই তার বাড়িতে উঠেছিলেন বৈশালী। হিন্দি ধারাবাহিকের বেশ কিছু কাজে দেখা গেছে তাকে। ভারতে ইতিমধ্যে বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ বৈশালী। একাধিক ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে হঠাৎ কেনো তিনি আত্ম*হত্যা করলেন কিংবা আদৌ তার এই মৃ*ত্যুকে ‘আত্ম*হত্যা’ বলা যায় কি-না তা খতিয়ে দেখছে পুলিশ। তার ঘর থেকে উদ্ধার হওয়া সুই*সাইড নোটের বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। এ নিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুনঃ শিক্ষিকা ব্রেক আপ করায় ছাত্রের আত্ম*হত্যা
২০১৫ সালে হিন্দি ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হে’ এর মাধ্যমে হিন্দি ধারাবাহিকে হাতে খড়ি হয় বৈশালীর। সেই ধারাবাহিকে তার চরিত্রের নাম ছিল সাঞ্জনা। ২০১৬ পর্যন্ত সেই ধারাবাহিকে অভিনয় করেন তিনি। এরপর একে একে ‘বিষ ইয়া অমৃত’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘সসুরাল সিম্র কা’র মতো ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। তাকে শেষ বার দেখা যায় ‘রক্ষাবন্ধন’ নামক একটি টিভি শো তে।
0 Comments on “নিজ বাড়ি থেকে ভারতের জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মর*দেহ উদ্ধার”