মোরগের ‘ছুরিকাঘাতে’ মালিকের মৃত্যু –

পুরো বিশ্ব জুরে রয়েছে নানান রকমের জনপ্রিয় সব খেলা এর মধ্যে অনেক অঞ্চলেই মোরগলড়াই খেলাটাও বেশ জনপ্রিয়। তবে জনপ্রিয় সেই মোরগলড়াই খেলার মধ্য দিয়ে এবার ভারতের তেলেঙ্গনা রাজ্যে প্রাণ গেল এক মোরগ মালিকের। মোগর লড়াইয়ের জন্য মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে প্রাণ হারিয়েছেন তিনি। ভারতের তেলেঙ্গনা রাজ্যের লথুনুর গ্রামে চলতি সপ্তাহের শুরু দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, লড়াইয়ের জন্য ‘ঘাতক’ মোরগটিকে প্রস্তুত করছিলেন মালিক। কিন্তু হঠাৎ মোরগটি পালানোর চেষ্টা করে। এসময় এটিকে ধরতে যান মালিক। কিন্তু অসাবধানতাবসত মোরগের পায়ে বাঁধা ৭ সেন্টিমিটারের ( ৩ ইঞ্চি) ধারালো ছুরিতে আঘাত পান মালিক। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের মোরগলড়াই আয়োজক কমিটি সকলের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অবৈধ বাজি এবং মোরগলড়াই আয়োজনের অভিযোগ আনা হবে। উক্ত ঘটনায় জন্য পুলিশ ইতোমধ্যে ঘটনায় সংশ্লিষ্ট ১৫ জনকে খুঁজছে।

যে মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে মালিকের মৃত্যু হয়েছে সেটিকে একটি খামারে রাখা হয়েছে। এর আগে এটিকে পুলিশ স্টেশনে নেয়া হয়। প্রমাণ হিসেবে মোরগটিকে পরে আদালতে নেয়া হতে পারে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বি জেভান।

ভারতে সরকার মোরগলড়াই খেলা নিষিদ্ধ করেছিলো ১৯৬০ সালে। তবে তারপরও ভারতের বিভিন্ন এলাকায় মোরগলড়াইয়ের আয়োজন একটি সাধারণ ঘটনা। বড় কোন আয়োজন উৎসব হলেই মোরগলড়াই আয়োজন করা অনুষ্ঠানের একটা অংশ ভারতে এটি বেশ জনপ্রিয় সবাই এই খেলা দেখতে অংশগ্রহণ করে।

মোরগলড়াই খেলায় মোরগের হাতে মালিকের মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। অন্ধ্রপ্রদেশে গতবছর মোরগের পায়ে বাঁধা ব্লেডের আঘাতে প্রাণ হারান এক মালিক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top