ঘরের আসবাবপত্র কিনতে ১৫ দিন বয়সী শিশুকে বিক্রি করেছেন এক মা। ঘটনাটি ঘটেছে ভারতের ইন্দোরে।
শুক্রবার (১০ জুন) এ খবর জানা গেছে ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে।
শিশুটির মা জানান, তার সঙ্গীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর তার সঙ্গিকে বিষয়টি জানান। কিন্তু এ সন্তান তার নয় বলে অস্বীকার করে গর্ভপাত করার কথা বলেন তার সঙ্গি।
শিশুটির মা জানান, অনেক দেরি হয়ে যাওয়ায় দুইজনে চুক্তি করেন যে, জন্ম হওয়ার পর বিক্রি করে দেওয়া হবে শিশুটিকে।
এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। লিনা সিং নামের যিনি শিশুটিকে কিনেছেন তার নামেও অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা বিক্রির টাকা দিয়ে একটি ফ্রিজ, একটি এলইডি টেলিভিশন সেট, ওয়াশিং মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি কিনেছেন। যদিও পুলিশ এগুলো জব্দ করেছে।
পুলিশ জানিয়েছে, যমজ সন্তান হারিয়ে একজন মধ্যস্থতায় বাচ্চাটি কেনার সিদ্ধান্ত নেন লিনা। এঘটনায় এখনো সবাইকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।