শুভ মহালয়া উৎসবের শুভেচ্ছা বার্তা ,ছবি, কবিতা বার্তা পাঠায় কিভাবে জানুন

মহালয়া মা দুর্গার আগমনী বার্তা । মহালয়া মানে চারদিকে ফুল ফুটে ওঠে পুজোর আমেজ এই বুঝি সকালের শিশির দিব্য পায়ে মা এলো সবার ঘরে ঘরে। এবছর একটু ব্যতিক্রম এ বছরের পুজোর প্রায় ৫ দিন আগেই ৬ই অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

মহালয়া একটি গুরুত্বপূর্ণ উৎসব । মহালয়ার শুভেচ্ছা জানায় কেউ এসএমএসের মাধ্যমে , কেউ মা দুর্গার ছবি দিয়ে আরও নানা ভাবে একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠায়। আজকে আমি এসএমএস ও ফটো দিয়ে কিভাবে মহালয়ার শুভেচ্ছা দেবেন সে বিষয়ে জানাবো ।

“তুমি সবুজে ভরিয়ে দাও

ভোরের আকাশে
সূর্য ওঠাও
চাঁদের কোমল হাসির মাঝে
আনন্দ ঝরাও ।
রূপকথা থেকে বাস্তব
অশান্ত থেকে শান্ত
পান্ডব থেকে কৌরব
মাটি থেকে দিগন্ত…
তুমি রণচন্ডিকা থেকে মহামায়া
খড়গ থেকে শঙ্খধ্বনি
তুমি অসুরশক্তি বিনাশিনী
মা বাসন্তীকা , তুমি-ই শারদীয়া”

**নৌকাতে মা দিল পাড়ি.
মা আসছেন বাপের বাড়ি
সংঙ্গে তাহার ছেলেমেয়ে
কি সুন্দর বাহন নিয়ে
অষ্টমীতে ঢাকের বাড়ি.
মা পড়বেন নতুন শাড়ী.
খুশিতে তাই নাচে মন
*ভালো কাটুক পুজোর ক্ষণ…

“শরত তোমার অরুণ আলোর অঞ্জলি..\”
-রবীন্দ্রনাথ ঠাকুর
আশ্বিনের এই শারদ-প্রাতে
দিনগুলি হয়ে উঠুক আরো আনন্দ-মুখর..
শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা..

চারিদিকে শিউলি ফুলের গন্ধে
মাতোয়ারা এই মন..
খুশির শরত আকাশ জুড়ে
দুলছে কাশের বন
শারদ প্রভাত জানান দিচ্ছে মায়ের আগমন..
দেবীর আগমনে, আনন্দের আলিঙ্গনে
শিউলির গন্ধে
পুজোর উচ্ছাসে জীবন হয়ে উঠুক মঙ্গলময়..

শুভ মহালয়া..
নীল আকাশে মেঘের ভেলা
পদ্মফুলের পাপড়ি মেলা
ঢাকের তালে কাশের খেলা
মজায় কাটুক শারদবেলা
শুভ মহালয়া..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *