জীবন বাঁচাতে সৌদি ফুটবলারকে জার্মানি পাঠানো হলো, কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হট ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে সৌদি আরব। তবে এমন ঐতিহাসিক জয়ের দিনে বিরাট বড় দুঃসংবাদ ঘুরছে সৌদি শিবিরে। দলটির ডিফেন্ডার ইয়াসির আল শাহরানি মারাত্মক এক দুর্ঘটনার শিকার হয়েছে।
আর্জেন্টিনার একটি আক্রমণ থামাতে গিয়ে নিজ দলের গোলরক্ষক আল ওয়াইসের সঙ্গে সংঘর্ষে এই ফুটবলারের চোয়াল ও মুখের বাম দিকের হাড় ভেঙে গেছে। এ ছাড়াও মারাত্মক রক্তক্ষরণ হয়েছে এই ফুটবলারের। শঙ্কায় থাকা এই ফুটবলারকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে জার্মানির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে দ্রুত চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে এই ফুটবলারকে জার্মানিতে পাঠানো হয়েছে। এ ছাড়াও এই ফুটবলারের চিকিৎসার সকল খরচ বহন করবে সৌদি আরবের সরকার।
0 Comments on “জীবন বাঁচাতে সৌদি ফুটবলারকে জার্মানি পাঠানো হলো”