somoyerkhbor.com

কানে হেডফোন লাগিয়ে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ*ত্যু

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃ*ত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ূনঃ হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃ’ত্যু

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই যুবক কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলার সময় রেললাইন পার হচ্ছিলেন। অনেকে চিৎকার করে তাকে সাবধান করে দিল যে ট্রেন আসছে।

কিন্তু তিনি মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত থাকায় মানুষের চিৎকার শুনতে পাননি। এ সময় কমলাপুরগামী অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়।

আরও পড়ূনঃ স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, তিন দিন পর কলেজছাত্রীর মৃত্যু

এএসআই আরও জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ম*র্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের মোবাইল ফোন পাওয়া গেলেও তা ভাঙা। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Exit mobile version