মায়ের প্রতি ক্ষিপ্ত হয়ে রাব্বি ফকির জিদ্দি (২২) নামে এক সদ্য বিবাহিত যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে। এ ঘটনায় রোববার সকালে রাজবাড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
রাব্বি ফকির জিদ্দির বাবা মো: হারুন ফকির জানান, মাত্র ৬ মাস আগে তানজিলা নামের অষ্টম শ্রেণির এক মেয়ের সঙ্গে রাব্বি ফকির জিদ্দির বিয়ে হয়। বর্তমানে বাড়ির কাজের পাশাপাশি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন জিদ্দি। গত শনিবার বিকেলে তানজিলা ও তার মা (জিদ্দির শাশুরী) রাজধানী ঢাকার বাসার উদ্দেশে রওনা হন। জিদ্দিও ওদের বাসে তুলে দিল। একই দিন সন্ধ্যায় মা লতা বেগমের পিঠা নিয়ে জিদ্দির সঙ্গে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিদ্দি বাড়ির পাশের কলা বাগানে গিয়ে কীটনাশক পান করে। টের পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় জিদ্দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। পরে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। রোববার বিকেলে বসন্তপুর রেলস্টেশন সংলগ্ন ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই তারা নিহত জিদ্দির বাড়িতে গিয়ে লা*শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।