শরীয়তপুরে বাসি বিরিয়ানি খেয়ে ৩ ভাই-বোনের মৃ*ত্যু, শরীয়তপুরের জাজিরা উপজেলায় পাশের বাসার দেয়া বাসি বিরিয়ানি খেয়ে ৩ ভাই-বোনের মৃ*ত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে মারা যায় খাদিজা(৫) ও সৌরভ(৬) নামের দুই ভাই-বোন। এরপরে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে চিককিৎসাধীন অবস্থায় মারা যায় আরেক বোন সাথী আক্তার(১৪)।এর মাধ্যমে শওকত দেওয়ান ও আইরিছ বেগমের পাঁচ ছেলে-মেয়ের মধ্যে তিনজনই মা’রা গেল। এ নিয়ে মুলাই বেপারীকা’ন্দি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
গত মঙ্গলবার সকালের দিকে পাশের বাসার রওশন আরা তার ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি গরম করে সৌরভ, খাদিজা, সাথী ও তার মাকে খেতে দেয় এবং সাথে সে নিজেও খায়। এরপর দুপুরের দিকে তাদের পেটে ব্যথা শুরু হয় সাথে বমিও করতে থাকে। অসুস্থ্যতা বাড়তে থাকলে তাদেরকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
Read: মুসলিম হওয়ায় নিলেন না সুদের ৬৭ লক্ষ কোটি টাকা
অবস্থার অবনতি হলে শিশুদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এবং তাদের মা কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। ঢাকায় নেয়ার পথে মারা যায় খাদিজা ও সৌরভ নামের দুই শিশু। সাথীর অবস্থার কোনো উন্নতি না হলে সাথীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর পারিবারিক সূত্রে জানানো হয়েছিল সাথীর অবস্থার উন্নতি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে সাথীও মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়
স্থানীয় সূত্রে আরও জানা যায়, মারা যাওয়া শিশুদের বাবা শওকত দেওয়ান ভ্যান চালিয়ে সংসার চালান। কারও সাথে শত্রুতা নেই বলে জানান অনেকে। তবে তাদের মৃত্যুকে অনেকেই মেনে নিতে পারছেন না। সাথে এখন গুঞ্জন হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। এদিকে প্রথমে দুই শিশু ও পরবর্তীতে আরেক মেয়ের মৃত্যুর খবরে তাদের মা-বাবা পাগলপ্রায়।
বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটি ঘিরে কিছুটা রহস্যও দেখা দিয়েছে। তাই ওদের লাশের ময়নাতদন্ত করার কথা বলা হচ্ছে তার পরেই জানা যাবে আসল রহস্য।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন
জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মারা যাওয়া তিনজনের পরিবার থেকে কোনো অভিযোগ করতে চাচ্ছেনা। তবে ঘটনাটি এড়িয়ে যাওয়ার নয়। ময়নাতদন্ত করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Pingback: 'ধর্ষণের শিকার ২ তরুণী' - এক রোগীকে হাসপাতালে রক্ত দিতে গিয়ে