তথ্য গোপন করে একের পর এক বিয়ে করা আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্ত্রীর হামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানার পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মারধরের মামলা হয়েছে। মামলা নং-৫০।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভাটারা থানাধীন অ্যাপোলো গেটের পাশে ভবন ৪৯২/২০ থেকে আসামিকে গ্রেপ্তারের সময় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ফোর্স নিয়ে তাহেরা ইসলাম নামে ওই নারী ও তার বিবাহিত স্বামী রাইসুল ইসলামকে আটক করে পুলিশ।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন ইন্সপেক্টর মাছুম, এসআই রাসেল ও এএসআই আমির আফজাল।
ভাটারা থানার ওসি আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ ৬৩তম সি-গ্রেড ফার্মেসী কোর্সের বিস্তারিত
তিনি জানান, ছিদ্দিকুর রহমানের ছেলে রাইসুল ইমলাম তিনবার বিয়ে করলেও তথ্য গোপন রেখে এক সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে চতুর্থবার বিয়ে করেন। বিয়ের পর তার আগের তিনটি বিয়ের বিবরণ জেনে বাড্ডা থানায় মামলা করে পরিবার। ওই মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানে বাড্ডা থানাকে সহায়তা করতে যায় ভাটারা থানার পুলিশ। মামলাটি বাড্ডা থানায় হলেও আসামিরা ভাটারা থানা এলাকায় থাকেন। কিন্তু আসামিকে ধরতে গিয়ে তাহেরা ও রাইসুল পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরো বলেন, হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে। মামলায় তাহেরা ও রাইসুলকে গ্রেপ্তার করা হয়েছে।