এইচএসসি পাস মাসুদ ভুয়া ‘এমবিবিএস’ ডাক্তার

এইচএসসি পাস মাসুদ ভুয়া ‘এমবিবিএস’ ডাক্তার

এইচএসসি পাস মাসুদ ভুয়া ‘এমবিবিএস’ ডাক্তার
এইচএসসি পাস মাসুদ ভুয়া ‘এমবিবিএস’ ডাক্তার

রাজধানীর সবুজবাগের সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে এমবিবিএস পরিচয়ে প্রতারণার দায়ে এইচএসসি পাস এক ভুয়া ডাক্তার মহিউদ্দিন মাসুদ (৩৮)’কে গ্রেপ্তার করেছে র‌্যাব ৩।

আজ বৃহস্পতিবার র‌্যাব-৩ এর অপারেশন অফিসার ফারজানা হক “এইচএসসি পাস মাসুদ ভুয়া ‘এমবিবিএস’ ডাক্তার” এর তথ্য নিশ্চিত করেন।

এইচএসসি পাস মাসুদ ভুয়া ‘এমবিবিএস’ ডাক্তার

এইচএসসি পাস মাসুদ ভুয়া ‘এমবিবিএস’ ডাক্তার

তিনি বলেন, ‘মাসুদ নিজেকে ভুয়া এমবিবিএস (ডিইউ) পি.জি.টি (মেডিসিন ও শিশু) মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ, চর্ম, যৌন, নাক, কান ও গলা রোগে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিতেন। দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা প্রদান করে আসছেন তিনি। বিভিন্ন ঔষধ কোম্পানির সঙ্গে চুক্তি করে রোগ শনাক্তকরণের নাম করে রোগীদেরকে অযথা বিভিন্ন পরীক্ষার নির্দেশনা দিতেন। এছাড়াও তিনি ক্যামেরা যুক্ত ১টি কলম ব্যবহার করতেন, যার বাজার মূল্য ৪৫ হাজার টাকা। তার নির্দেশনা পত্র এবং পরীক্ষাগুলোর নাম ক্যামেরা সংযুক্ত কলমের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানির রেকর্ডে চলে যেত। এর মাধ্যমে তিনি কোম্পানিগুলো থেকে বড় অংকের অবৈধ অর্থ পেতেন।’

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার ফারজানা হক জানান, মাসুদের চেম্বার থেকে ৫০০টি ভিজিটিং কার্ড, ২৫টি সিল, ২০০টি প্রেসক্রিপশন, ২টি মোবাইলফোন, ১টি গোপন কলম ক্যামেরা, ১টি নেমপ্লেট এবং নগদ ৪ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া এমবিবিএস ডাক্তার মাসুদ জানান যে, তিনি মূলত বরিশালের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার কোনো বৈধ ডাক্তারি সনদপত্র নেই। প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা প্রদান করে আসছেন তিনি।

এদিকে জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক সরোজিত কুমার বিশ্বাস বলেন, ‘মাসুদ যে ভুয়া ডাক্তার তা আমাদের জানা ছিল না। তিনি প্রতিদিন দেড় ঘণ্টার মতো চেম্বারে বসতেন। আমাদের পরিচালক আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme