চুয়াডাঙ্গায় মাদক কারবারির যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় মোহাম্মদ রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামিপক্ষের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ রফিক (৪০) চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৪ মার্চ সকালে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামে রফিকের বাড়িতে অভিযান চালায়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী রফিককে আটক করা হয়েছে। ওইদিন তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বেলাল উদ্দিন জানান, মামলায় ছয়জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন। এ সময় আসামি উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top