ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে দেখলেন ৬ বছর আগে মেয়াদ শেষ

ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে দেখলেন ৬ বছর আগে মেয়াদ শেষ
রাজশাহীর নাহিদ হোসেন সবুজ নামে এক ট্রাক চালক দুই বছর আগে ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছিলেন।  দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তিনি ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন।  কিন্তু লাইসেন্স পাওয়ার পর দেখলেন ছয় বছর আগেই মেয়াদ শেষ হয়ে গেছে। এটা দেখে তিনি যারপরনাই হতাশ ও অবাক হয়েছেন।
সবুজের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।  তিনি 2021 সালে লাইসেন্স দিয়েছিলেন। কিন্তু স্মার্ট লাইসেন্স কার্ড দেওয়ার তারিখ লেখা আছে 13 অক্টোবর, 2011। এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ 12 অক্টোবর 2016। অর্থাৎ লাইসেন্স পাওয়ার আগেই মেয়াদ শেষ হয়ে গেছে।
সবুজ জানান, লাইসেন্স করার সময় লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাকে হাতে লেখা লাইসেন্স দেওয়া হয়।  দীর্ঘদিন ধরে স্মার্ট লাইসেন্স প্রিন্ট না হওয়ায় কাগজের লাইসেন্সের মেয়াদ পাঁচবার বাড়ানোর জন্য তাকে রাজশাহী বিআরটিএ অফিসে যেতে হয়েছে।  কয়েকদিন পর এর মেয়াদ শেষ হওয়ায় সড়কে নানা সমস্যা দেখা দিয়েছে।  অবশেষে স্মার্ট কার্ড ছাপানো দেখে খুশি হলেন তিনি।  কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ভুল দেখে মুহূর্তের মধ্যে সেই সুখ উধাও হয়ে যায়।
সবুজ আরো বলেন, তিনি তাৎক্ষণিকভাবে বিআরটিএ কর্মকর্তাকে বিষয়টি জানান।  ওই কর্মকর্তা তাকে জানান, ছাপার সময় ভুল ছিল।  তারা ঢাকায় ই-মেইল পাঠাচ্ছেন।  তার নতুন লাইসেন্স যথাসময়ে আসবে।  এক সপ্তাহ চাওয়া হয় তার কাছ থেকে
এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) আবদুল খালেক বলেন, প্রিন্টিং ত্রুটির কারণে এমনটি হয়েছে।  এটা একটা বড় সমস্যা নয়।  মুদ্রণ সংস্থা আবার মুদ্রণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *