somoyerkhbor.com

নারী নি’হত প্রাইভেটকারের ধাক্কায়, টেনে-হিঁচড়ে নিয়ে গেল দেড় কিলোমিটার

রাজধানীর শাহবাগ মোড় থেকে একটি প্রাইভেটকার রুবিনা আক্তার (৪৫) নামে এক নারীকে টেনে হিঁচড়ে দেড় কিলোমিটার পথ রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে যায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চালককে ধাওয়া করে মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই নারী ও চালককে ঢাকা মেডিকেল হাসপাতালে (ডিএমএইচ) নেওয়া হলে সেখানে ওই নারীর মৃ’ত্যু হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ডিএমকে পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাকসুদ সময়ের খবরকে বলেন, আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে আনা হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়। আর প্রাইভেটকারের চালক এখনো চিকিৎসাধীন।

গাড়ির চালক আজহার জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসময়ের খবরকে বলেন, টিএসসিতে বসে চা খাচ্ছিলাম। এ সময় গাড়িটি ওই মহিলাকে ধাক্কা দিয়ে আমাদের পাশ দিয়ে চলে যায়। এটা দেখে আশেপাশের রিকশাচালক, বাইকার, সাধারণ শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে নীলক্ষেতে থামিয়ে দেয়। মহিলার শরীরের এক পাশ সম্পূর্ণ ছিঁড়ে গেছে। কিন্তু হাত-পা ভালো ছিল, বেঁচে ছিলেন তিনি। পরে পুলিশ এসে ঢামেকে নিয়ে যায়।

ওই নারীর শ্যালক নুরুল আমিন জানান, তাদের বাড়ি হাজারীবাগ এলাকায়। তারা তেনজগাও থেকে ভাবীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা শাহবাগ মোড়ে পৌঁছালে পেছন থেকে প্রাইভেটকারটি তাদের চাপা দেয়। এরপর রুবিনা আকতারের প্রাইভেটকারের বাম্পারে আটকে যায়। এ অবস্থায় প্রাইভেটকারের চালক তাকে প্রায় টেনে নিয়ে যান নীলক্ষেতে। পরে স্থানীয় জনতা গাড়িটি আটক করে।

Exit mobile version