ব্রাজিল সমর্থকের বাড়িতে ভাঙচুর, দুজন আহত

খেলায় হেরে যাওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ব্রাজিল সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে দুজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে নগরীর রাজপাড়া থানা এলাকার বন্ধ গেট নতুন বিলছিমলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. রিফাত আলী ও রায়হান হোসেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ব্রাজিল। এ নিয়ে ক্রোয়েশিয়ার সমর্থকের সঙ্গে ব্রাজিল সমর্থক আবদুল কুদ্দুসের কথা কাটাকাটি হয়। এর জেরে আবদুল কুদ্দুসের বসতবাড়িতে হামলা চালানো হয়। এতে দুজন আহত হয়েছেন বলে শুনেছি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

0 thoughts on “ব্রাজিল সমর্থকের বাড়িতে ভাঙচুর, দুজন আহত”

  1. Pingback: মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত, দেখতে মানুষের ভিড়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top